E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে কর্মশালা 

২০১৯ সেপ্টেম্বর ৩০ ১৮:১৭:৩১
গোবিন্দগঞ্জে গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে কর্মশালা 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে স্থানীয় কর্তৃপক্ষ, উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে সংযোগ তৈরী বিষয়ক এক কর্মশালা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপন্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি পণ্য উৎপাদন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার দে, সমাজসেবা কর্মবর্তা শফিউল ইনলাম মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন নেছা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোশাররফ হোসেন, মৎস্য অধিদপ্তরের সম্প্রাসারণ কর্মকর্তা রাশেদুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি পণ্য উৎপাদন এ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল চন্দ্র বর্মন প্রমুখ।

উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি কৃষি পণ্য উৎপাদক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উক্ত কর্মশালায় অংশ গ্রহণ করেন।

(এসআরডি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test