E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রেলেও দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলমান আছে : রেলমন্ত্রী

২০১৯ অক্টোবর ০২ ১৮:০৮:৩৯
রেলেও দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলমান আছে : রেলমন্ত্রী

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, দুর্নীতি এখন মুখরোচক শব্দ। সুনির্দিষ্ট না করে তা ঢালাও ভাবে ঠিক হবে না। তবে রেলের ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি রয়েছে এটা সত্য। আমরা চেষ্টা করছি ভাল ব্যবস্থাপনা করার। রেলখাতে যতবেশি তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারবো ততবেশি উন্নয়ন ঘটবে। এতে করে রেল নিয়ে যে অভিযোগ আছে সেগুলোর সমাধানও হয়ে যাবে। আর দুর্নীতির বিরুদ্ধে রেলওয়েতে শুদ্ধি অভিযান চলমান আছে। 

আজ (বুধবার) সকালে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, আগামী বছরের জানুয়ারিতেই যমুনা নদীতে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া সিঙ্গেল লাইন ডাবল করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায় হলে রেল সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটবে।

সাম্প্রতিক ক্যাসিনো বিষয়ে নিয়ে মন্ত্রী বলেন, দল যখন ক্ষমতায় আসে তখন যারা দল করে না তখন তারাও দাবি করে আমি দল করি। বিএনপি’র তারেক রহমান নির্বাচনী রিটার্ন দাখিলে তার উপার্জনের বিষয়ে ক্যাসিনো ব্যবসার কথা উল্লেখ করেছিলেন। বর্তমানে যারা ক্যাসিনোর ব্যবসার জন্য ধরা পড়েছে তাদের পুরনো অতীত বিএনপি’র।

ছাত্রদল যুবদল ফ্রিডম পার্টি। এমনকি রেলওয়ে শ্রমিকলীগেও অনেকে আছেন যারা আগে বিএনপিতে ছিলেন। এখন তারা বড় আওয়ামী লীগার হয়ে গেছে। দলে প্রবেশ করে যারা অপর্কম করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়াও তিনি রেলের দখলকৃত সম্পত্তি উদ্ধার করে রেলওয়ের উন্নয়নে তা বাণিজ্যিক ব্যবহারের চিন্তা ভাবনা চলছে।

যাত্রা বিরতি শেষে আবার ট্রেন যোগে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ রেলের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরকেপি/এসপি/অক্টোবর ০২, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test