E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটের চিংড়ি ঘের ব্যবসায়ীর চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

২০১৪ আগস্ট ০২ ১৫:২৭:৩০
বাগেরহাটের চিংড়ি ঘের ব্যবসায়ীর চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে আব্দুর রব শেখ (৩৮) নামের এক চিংড়ি ঘের ব্যবসায়ীর চোখ উপড়ে ফেলেছে দুবৃর্ত্তরা। শনিবার ভোর রাতে মোড়েলগঞ্জ উপজেলার মুন্সিরহাট বাজার সংলগ্ন রাস্তায় ধরে এনে তার চোখ উপড়ে ফেলে শরীরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মোড়েলগঞ্জ থানার এএসআই মো. আজিজুর রহমান ঘটনাস্থল থেকে দুপুরে মুঠোফোনে জানান, চিংড়ি ঘের ব্যবসায়ী আব্দুর রব উপজেলার পঞ্চকরন ইউনিয়নের খারইখালী গ্রামের মো: খানহাজানের বাড়িতে থেকে এলাকায় চিংড়ি চাষ করতো। শনিবার ভোর রাতে ৩৫-৩৫ জনের একদল সশস্ত্র দূবৃর্ত্ত ওই বাড়িতে হানা দিয়ে তাকে ধরে পার্শবর্তী গ্রাম্য বাজার মুন্সিরহাট এলাকার রাস্তায় এনে আব্দুর রবের ডান চোখ উপড়ে ফেলে। এসময় তার শরীরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে গৃহকর্তার আত্মচিৎকারে এলাকাবাসি ছুটে এসে তাকে উদ্দার করে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে আব্দুর রবের বিস্তারিত পরিচয় না জানা গেলেও সে খুলনার এলাকার আশরাফ শেখের ছেলে বলে পুলিশ জানিয়েছে। কারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে পুলিশ নিশ্চিত করে তা জানাতে পারেনি। পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে।

পঞ্চকরন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মজুমদার জানান, আব্দুর রবের চোখ উপড়ে ফেলে শরীরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর আহত করে সšত্রাসী টিটু শরীফ ও মাওলানা বাহিনীর সদস্যরা। অস্ত্রসহ আটক হয়ে কয়েক দিন আগে জেল থেকে ছাড়া পায় যুবলীগের সাবেক নেতা সšত্রাসী টিটু শরীফ । এঘটনার জন্য টিটু শরীফ ও তার বাহিনী চিংড়ি ঘের ব্যবসায়ী আব্দুর রবকে দায়ী করে আসছিল। জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় এসে সে মাওলানা বাহিনী নিয়ে ফের সšত্রাসী কর্মকান্ড শুরু করে। এজন্য ৩দিন আগে টিটু শরীফের পিতা শামসুর রহমান শরীফকে ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়। তবে এলাকাবাসি সুত্রে জানাগেছে, এর সাথে চিংড়ি ঘের সংক্রান্ত বিরোধও রয়েছে।


(ওএস/এটিঅার/আগস্ট ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test