E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে পতিতালয় আগুনে পুড়ে ছাই, অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি

২০১৯ অক্টোবর ০৩ ১৬:৩২:২০
টাঙ্গাইলে পতিতালয় আগুনে পুড়ে ছাই, অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইল পৌরসভার কান্দাপাড়ায় নিষিদ্ধ পল্লীতে (পতিতালয়) বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে ৩টি বাড়ি পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, নিষিদ্ধ পল্লীর (পতিতালয়) রহিম কর্মকারের বাড়ির ভাড়াটিয়া প্রিয়াংকা দুপুরের রান্না বসিয়ে বাহিরে পানি আনতে গেলে গ্যাস সিলিন্ডার লিকজনিত ত্রুটির কারণে আগুন লেগে মুহুর্তের মধ্যে ৩টি বাড়িতে ছড়িয়ে পড়ে ২১ টি রুম পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আগুনের লেলিহান শিখা পাশর্^বর্তী মঞ্জু ও মিনা’র বাড়িতে আগুন লেগে ৩০টি রুম পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী লাবনী আক্তার, প্রিয়া, পপি, সাবিনা, মর্জিনা ও মিনা জানায়, আমরা আগুন লাগার সাথে সাথে নিজেদের জীবন বাঁচাতে এক কাপড়ে বেরিয়ে আসি। আমাদের ঘরে রাখা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, আসবাবপত্র, বাড়ির দলিলপত্রাদি কোন কিছুই বের করতে পারিনি। সব হারিয়ে এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুর রাজ্জাক বলেন, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে যাই এবং আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে এবং পার্শ্ববর্তী পুকুর থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে মুহুর্তেই ৩টি বাড়ি পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

এ বিষয়ে সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমাদের ফোর্স যারা পতিতালয়ের চারিপার্শ্বে নজরদারি রাখি। যাতে ঘটনাস্থলে লুটপাটের কোন ঘটনা না ঘটে।

(আরকেপি/এসপি/অক্টোবর ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test