E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছাদ বাগান থাকলে দুই শতাংশ হারে সিটি কর মওকুফের ঘোষণা

২০১৯ অক্টোবর ০৩ ১৮:৩০:৫৭
ছাদ বাগান থাকলে দুই শতাংশ হারে সিটি কর মওকুফের ঘোষণা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশন এলাকার আওতায় যাদের বাড়িতে ছাদ বাগান থাকবে তাদের দুই শতাংশ হারে সিটি কর মওকুফ ও যে পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে তারা সিটি কর হ্রাসের আওতায় থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিসিসি’র মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হোসেন বাবলু জনকণ্ঠকে জানান, মেয়র বলেছেন যাদের বাড়িতে ছাদবাগান থাকবে তাদের দুই শতাংশ হারে সিটি কর মওকুফ করা হবে। প্রয়োজনে ছাদবাগান করতে সহায়তাও করা হবে।

মেয়রের উদ্বৃতি দিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো দেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে যে পরিকল্পনা হাতে নিয়েছেন এবং যে গতিতে এ অঞ্চলের উন্নয়ন হচ্ছে তাতে বরিশাল হবে উন্নত ও ব্যস্ততম একটি শহর। বিগত দিনে বরিশালে যেভাবে জুয়া-হাউজি চলতো তা বন্ধ হয়ে গেছে। এ ধরনের কাজে যারাই লিপ্ত হবেন সে যে দলের লোকই হোক না কেন কোনো প্রশয় দেওয়া হবেনা।

বরিশাল সিটি কর্পোরেশেনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, যুগ পাল্টে গেছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, তাদের আমাদেরই একজন ভাবতে হবে। এখন থেকে বরিশাল নগরীতে বাড়িসহ যেকোনো স্থাপনা করতে গেলে তা যেন, প্রতিবন্ধীরা ব্যবহার করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। একইসাথে যাদের পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে, তারা সিটি কর হ্রাসের আওতায় থাকবে। পাশাপাশি লঞ্চে যেন হুইলচেয়ার নিয়ে প্রতিবন্ধীরা উঠতে পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে। এমনকি বাসে ও লঞ্চে প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট সিটের ব্যবস্থা এবং হাসপাতালে বিশেষ সেবা নিশ্চিত করা হবে।

(টিবি/এসপি/অক্টোবর ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test