E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বাগেরহাটে ষ্টেজ ভেঙ্গে আ.লীগের ১৫ নেতাকর্মী আহত

২০১৯ অক্টোবর ২০ ১৭:৪৯:৪০
বাগেরহাটে ষ্টেজ ভেঙ্গে আ.লীগের ১৫ নেতাকর্মী আহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রবিবার দুপুরে আওয়ামী লীগের সম্মেলনে ষ্টেজ ভেঙ্গে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে হিজলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৪জনকে চিতলমারী হাসপাতালে ভর্তির পর দুইজনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল হক জানান, রবিবার দুপুরে উপজেলার হিজলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হিজলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয়। সম্মেলন শুরুর পর অনেক নেতাসহ বিপুল সংখক দলীয় কর্মী ষ্টেজে উঠে পড়লে ভারে ষ্টেজটি ভেঙ্গে পড়ে। এসময়ে হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মন্ডল ও সাধারন সম্পাদক লিটন কাজীসহ ১৫জন নেতাকর্মী আহত হয়।

আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মন্ডল ও সাবেক ইউপি সদস্য কালিনাথ বিশ্বাসকে খুলনা মেডিকেল করেজ হাসপাতালে পাঠানো হয়।

হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন কাজী ও ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লতা কাজীকে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন চিতলমারী স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা (টিএইচএ) ডা. মো. মামুন হাসান।

(এসএকে/এসপি/অক্টোবর ২০, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ জুন ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test