E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সম্মেলনকে ঘিরে নেতা কর্মীরা উজ্জীবিত

প্রায় দুই যুগ পর আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হচ্ছে মহিলা আওয়ামী লীগের সম্মেলন

২০১৯ অক্টোবর ২২ ২৩:২৭:৫৪
প্রায় দুই যুগ পর আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হচ্ছে মহিলা আওয়ামী লীগের সম্মেলন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ত্রি-বার্ষিক সন্মেলনের মাধ্যমে প্রায় দুই যুগ পর পূর্নাঙ্গ কমিটির স্বাদ পেতে যাচ্ছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ। দীর্ঘ ২৩ বছর আহ্বায়ক কমিটি মাধ্যমে পরিচালিত উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিক্ষিত সন্মেলন আজ বুধবার। ১৪ অক্টোবর দলের প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ি উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হবে আজ বুধবার। নেতা কর্মীরা উজ্জীবিত। ইতোমধ্যেই উপজেলা আওয়ামী লীগের তত্বাবধানে সম্পন্ন করা হয়েছে সম্মেলনের সকল প্রস্তুতি।

সম্মেলনকে সামনে রেখে দলের গুরুত্বপূর্ন পদ বাগিয়ে নিতে সম্প্রতি সক্রিয় হয়ে উঠেছেন ঝিমিয়ে পড়া নারী নেত্রীরা। দলীয় অনুষ্ঠানেও যাদের দেখা মিলত না; এখন সেই সব নেত্রীরাও সরব রয়েছে দলীয় কার্যালয়ে। কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে অফিসে সময় দিচ্ছেন তারা।

বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার জানান, ১৯৯৬ সালে উপজেলা মহিলা আওয়ামী লীগের ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে পিয়ারা ফারুক বক্তিয়ার আহবায়ক ও বর্তমান ইউপি সদস্য শোভা রানী রায় যুগ্ম-আহবায়ক হন।

দীর্ঘ দিনেও কমিটি না হওয়ায় ৭ বছর পরে বিরোধী দলে থাকা আওয়ামী লীগ ২০০৩ সালে দ্বিতীয় দফায় পেয়ারা ফারুক বখতিয়ারকে আহবায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়কে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। এই আহ্বায়ক কমিটি পার করেছে ১১বছর।

সর্বশেষ ২০১৪ সালের ১৮ নভেম্বর মলিনা রানী রায়কে আহবায়ক ও মমতাজ বেগমকে যুগ্ম আহবায়ক করে তৃতীয় বারের মতো গঠন করা হয় ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ।

১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ২৩ বছর দলে চলে আহ্বায়ক কমিটির মাধ্যমে। প্রায় দুই যুগ পর মহিলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণ চাঞ্চ্যল।

দলীয় সূত্রে জানা গেছে, ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির বেশীরভাগ নেত্রীই এবার কাউন্সিলে সভাপতি সম্পাদকসহ গুরুত্বপূর্ন পদে প্রার্থীতা ঘোষনা করেছেন।

সভাপতি, সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে নিজদের দখলে রাখতে লবিং, দদ্বিরও করে যাচ্ছেন যে যার মত করে। সম্মেলনে পদ বাগিয়ে নিতে অনেক প্রার্থী কাউন্সিলরদের কাছে টানতে বেঁছে নিয়েছেন কুট কৌশলের আশ্রয়। ১১ সদস্যের আহ্বায়ক কমিটির সকল সদস্যসহ পাঁচটি ইউনিয়নে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে অনুষ্ঠেয় সম্মেলনে মোট কাউন্সিলরের সংখ্যা ২১জন।

সূত্র মতে, উপজেলা মহিলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন দলের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, যুগ্ম আহ্বায়ক মমতাজ বেগম, আহ্বায়ক সদস্য ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতের স্ত্রী এলিনা জাহিন, সাবেক ইউপি সদস্য অনিমা রানী নাগ ও নারী নেত্রী রওশন আরা লিলি।

সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন রতœপুর ইউপি সাবেক চেয়ারম্যান হুসনে আরা বেগম পিয়ারা, ইউপি সদস্য লিলি রানী হাওলাদার, অবসর প্রাপ্ত শিক্ষিকা আভা রানী মূখার্জী।

তবে নারী নেত্রী বিউটি হক, সাবেক ইউপি সদস্য হাফিজা ইয়াসমিন, বনিতা বসু ও ফাহমিদা ইলিয়াসের নামও শোনা যাচ্ছে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাইব্রিড ও দলে অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হবে। কাউন্সিলররাই তাদের নেতা নির্বাচিত করবেন। শুধু আওয়ামী লীগ দল করেন বা তার পরিবার দল করেন বা দলের সমর্থক এমন ব্যক্তি নয়; আদর্শগতভাবে নেত্রীদের মুজিব আদর্শের সৈনিক হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পরামর্শ ও দিক নির্দেশনা নিয়ে অনুষ্ঠিত কাউন্সিলে দলীয় নেতা নির্বাচিত তরা হবে।

(টিবি/এসপি/অক্টোবর ২২, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test