E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২ 

২০১৯ অক্টোবর ২৪ ১৭:৫৬:০৬
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২ 

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি রাত ১২টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের এম এম আবুল কাশেমের ছেলে ও কালিহাতী উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) এস এম রোকনুজ্জামান (৪৮)। অপরজন মুন্সিগঞ্জ জেলার রবিন্দ্র চন্দ্র (৫২)।

এ ব্যাপারে কালিহাতী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এক ব্যক্তির গবাদি পশু অসুস্থ্য হওয়ার খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) রোকনুজ্জামান রবিন্দ্র চন্দ্রকে নিয়ে মোটর সাইকেলে যোগে রওনা হন। পথিমধ্যে তারা হাতিয়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি মোটর সাইকেল কে ধাক্কা দেয়। এতে তারা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হয়। পরে খবর পেয়ে স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়।

তিনি আরো বলেন, রবিন্দ্র চন্দ্র একটি ওষুধ কোম্পানীতে কাজ করতেন। সম্প্রতি তিনি ওই ওষুধ কোম্পানীর কাজ ছেড়ে দিয়ে তিনি উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের বিভিন্ন কাজে সহযোগিতা করতেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাষ্টার আব্দুল মান্নান বলেন, দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উপজেলার হাতিয়া এলাকায় পৌছালে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কর্মী পাঠালে সেখানে তারা কোন লাশ পায়নি। তবে স্থানীয়রা জানায় ঘটনার পরপরই স্বজনরা লাশ নিয়ে যায়।

(আরকেপি/এসপি/অক্টোবর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test