E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্ষেতমজুর সমিতির মিছিলে হামলা, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

২০১৯ অক্টোবর ২৪ ২৩:০৯:১৪
ক্ষেতমজুর সমিতির মিছিলে হামলা, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রাজন্য রুহানি, জামালপুর : ক্ষেতমজুর সমিতির মিছিলে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা কমিউনিস্ট পার্টি। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার অটোবাইক কল্যাণ সোসাইটি ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুলের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে দাবি করেছেন উপজেলা ক্ষেতমজুর সমিতি। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন করেছে জেলা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ষাটোর্ধ্ব দরিদ্র লোকদের বয়স্ক ভাতা, খাবার ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে সরিষাবাড়ির নির্বাহী কর্মকর্তার কাছে উপজেলা ক্ষেতমজুর সমিতির স্মারকলিপি প্রদানের মিছিলে হামলা করে মুকুল গ্রুপের লোকজন। সরিষাবাড়ির শিমলাবাজার আলতা সিনেমা হলের সামনে মুকুল গ্রুপের হামলায় আহত হয় অন্তত ১৫ জন। এ সময় মুকুল গ্রুপের লোকজন ২০টি অটোবাইক ভাংচুরও করেছে বলে দাবি করেছেন উপজেলা ক্ষেতমজুর সমিতির সদস্যরা।

জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম বলেছেন, ‘যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুলের নেতৃত্বে অর্ধশতাধিক লোক আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে।’

এ ঘটনায় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা আলী আক্কাছ, জেলা কমিউনিস্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম, সম্পাদক আকবর আলী প্রমুখ।

মানববন্ধনে অভিযুক্ত মুকুল গ্রুপের লোকজনদের ৭দিনের মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় ডিসি অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা।

(আরআর/এসপি/অক্টোবর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test