E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদ্মায় স্পীডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

২০১৯ অক্টোবর ২৫ ১৭:৩৪:১৬
পদ্মায় স্পীডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীতে ইলিশ শিকারে গিয়ে দুই স্পীড বোটের মুখমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের পাথালিয়া কান্দি জিনু মার্কেট এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি উদ্ধার করা হয়

মরদেহগুলো হলো- জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা গ্রামের মৃত কাদের বেপারীর ছেলে মান্নান বেপারী (৫০), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার উত্তর জসালিয়া গ্রামের মৃত খালেক মাদবরের ছেলে বাচ্চু মাদবর (৪০) ও ভেলার চরমনপুরা উপজেলার সোনারচর গ্রামের রফিক শনির ছেলে নিয়াজ উদ্দিন শনি (৩৫)।

এর আগে গত বুধবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে জাজিরা উপজেলার পালের চর এলাকায় পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ শিকারের সময় জেলেদের দুটি স্পিডবোট মুখোমুখি সংর্ঘষ হয়। এতে স্বপন মোল্যা (৩২) নামে এক জেলের মরদেহ তাৎক্ষনিকভাবে পাওয়া গেলেও অপর তিন জেলে নিখোঁজ ছিল।

স্বপন মোল্যা জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের হাসেম ফরাজীকান্দি গ্রামের হাকিম মোল্যার ছেলে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে (বুধবার) ভোর সাড়ে ৪টার দিকে পালেরচর এলাকার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় দুটি স্পিডবোটের মুখোমুখি সংর্ঘষে স্বপন মোল্যা (৩২) নামে এক জেলে নিহত ও অপর তিন জেলে নিখোঁজ হয়।

আজ বিকেলে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের পাথালিয়া কান্দি এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ মরদেহ তিনটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহগুলো শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(কেএনআই/এসপি/অক্টোবর ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test