E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় চাউল ডিলারের কাছে চাঁদা দাবির প্রতিবাদে এলাকাবাসীর মানবন্ধন

২০১৯ অক্টোবর ২৫ ১৮:০৪:৫১
সাতক্ষীরায় চাউল ডিলারের কাছে চাঁদা দাবির প্রতিবাদে এলাকাবাসীর মানবন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারের নিকট চাঁদাদাবির ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার ভেটখালি বাজারে এলাকার শত শত নারী-পুরুষ এই প্রতিবাদ কর্মসূচী পালন করে।

রমজাননগর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচী ও সচেতন নাগরিক সমাজের ব্যানাজের আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী গাজী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শাহিনুর রহমান।

এ সময় বক্তারা বলেন, নাশকতা, ধর্ষন মামলাসহ ১৪টি মামলার আসামী হুমায়ুন কবির। এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত। রমজান নগর ইউনিয়নের চাউল ডিলারের কাজ করতে গেলে প্রতি কোটায় চাঁদাবাজ হুমায়ুন কবিরকে দশ বস্তা করে চাউল চাঁদা দিতে হবে। চাঁদা দিতে না পারলে দেখে নেবে বলে হুমকি দিয়েছে। বিভিন্ন সময় মানুষদের কাছ থেকে চাঁদাদাবি তার নিত্যদিনের ঘটনা। আমরা এই চাঁদাবাজ হুমায়ুন কবিরের গ্রেফতার ও শাস্তি চাই।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

(আরকে/এসপি/অক্টোবর ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test