E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজারে পরিবহন শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত

২০১৯ অক্টোবর ২৭ ০০:২৪:০৬
বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজারে পরিবহন শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দিনভর গুরি গুরি বৃুিষ্ট উপেক্ষা করে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে জেলার সর্ববৃহত শ্রমিক সংগঠন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের  (রেজি নং চট্র ১২২৩) ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। 

শনিবার (২৬ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলাসহ ৪টি উপজেলায় মোট ৪টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে টানা ভোট গ্রহণ চলে।

সরেজমিন ঘুরে দেখা যায়, চারটি ভোট কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে। সেখানে সকাল থেকে ৪টি বুথের সামনেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ঐ কেন্দ্রের ভোটারদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রের ভিতরে ও বাহিরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

নির্ধারিত সময়ে ভোট গ্রহন শেষে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার সঞ্জিত কুমার দেব। তিনি জানান, জেলার মোট ৪টি ভোট কেন্দ্রে সবমিলিয়ে এ পর্যন্ত প্রায় ৮০ভাগ ভোট কাষ্ট হয়েছে। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবি এডভোকেট শান্তি পদ ঘোষ।

ভোট কেন্দ্র গুলি হল , মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, ভোটার সংখ্যা-২৩০০, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তন ,ভোটার সংখ্যা-১৫৫০,বড়লেখা ৬নং ইউনিয়ন পরিষদ মিলনায়তন, ভোটার সংখ্যা-৫৫০ ও কুলাউড়া মোস্তফা কমিউনিটি সেন্টার ভোটার সংখ্যা-১২০০।

নির্বাচনে কার্যকরি পরিষদের মোট ১৯টি পদের মধ্যে ৯টি পদে ইতি মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গণি (ছাতা), মো. আনোয়ার হোসেন (চেয়ার), মো. ফজলুল আহমদ (আনারস)। কার্যকরি সভাপতি পদে মো. আক্তার হোসেন লেবু (উড়োজাহাজ), মো. ফয়ছল আহমদ রুনু (বাইসাইকেল), মো. শাওন মিয়া (মাইক্রোবাস)। সহ-সভাপতি পদে লড়ছেন মো. আইয়ুব আলী (গরুর গাড়ি), মো. আজাদ মিয়া (হাত পাখা), মো. ফারুক মিয়া (রিক্স), মো. শামিম আহমদ (তালগাছ), মো. সাহেদ আহমদ (ঘোড়া)। সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল আহাদ (দোয়াত কলম), মো. ইসরাইল মিয়া (টেলিভিশন), মো. শামিম আহমদ (মোটর সাইকেল), মো. ছালেহ আহমদ (মই)।

সহ-সাধারণ সম্পাদক মো. শামিম আহমদ (হরিণ), মো. শাহিন আহমদ (ট্রাক), মো. সমছুল ইসলাম (বই)। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন আব্দুল জলিল বাচ্চু (বাঘ), মো. জাকির হোসেন (হাতি), মো. জুয়েল মিয়া (তারা), মো. জাহিদ হাসান (ডাব)। প্রচার সম্পাদক পদে মো. জামাল মিয়া (চশমা) ও মো. দুরুদ মিয়া (আম)। লাইন সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন মো. আব্দুল আহাদ (উট পাখি) ও মো. আব্দুল সত্তার (বন্দুক)।

নির্বাচনে সর্বমোট ৫ হাজার ৬শত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে সংগঠনটির আগামী নেতৃত্ব নির্বাচন করবেন।

(একে/এসপি/অক্টোবর ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test