E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে ঠাকুরগাঁওয়ে যুবদলের মিছিল

২০১৯ অক্টোবর ২৭ ১৮:১২:০০
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে ঠাকুরগাঁওয়ে যুবদলের মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি : সরকারের অন্যায়, অবিচার ও নির্যাতনের প্রতিবাদে   মুখে কালো কাপড় বেঁধে জাতীয়তাবাদী যুবদল এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

এর আগে দিবসটি উদযাপনের লক্ষ্যে রবিবার সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা শহরের মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তন চত্বরে একত্রিত হয়। পরে দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের নেতৃত্বে নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মিছিল বের করে।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা যুবদলের অয়োজনে আলোচনা সভায় বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে শপথও তার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি আবু নূর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সভাপতি তৈমুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এফ/এসপি/অক্টোবর ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test