E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশে স্বাস্থ্য সেবার মান অনেক উন্নত হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী 

২০১৯ অক্টোবর ২৭ ১৮:২৮:৩৯
বাংলাদেশে স্বাস্থ্য সেবার মান অনেক উন্নত হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী 

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান অনেক উন্নত হয়েছে। যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা দেশের সকল শিশুকে ভ্যাকসিন দিয়েছি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন। এটা আমাদের গর্ব।

রবিবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের নব-নির্মিত ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক সহ জনবলের ঘাটতি রয়েছে। সে ঘাটতি পূরনের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

এ সময় জোয়াহেরুল ইসলাম (এমপি), ছানোয়ার হোসেন (এমপি), ছোট মনির (এমপি), আহসানুল ইসলাম টিটু (এমপি) উপস্থিত ছিলেন।

(আরকেপি/এসপি/অক্টোবর ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test