E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধেু ডাকাত নিহত

২০১৯ অক্টোবর ২৯ ১৬:৫৬:২০
চাঁদপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধেু ডাকাত নিহত

চাঁদপুর প্রতিনিধি : মঙ্গলবার রাত ফরিদগঞ্জ উপজেলার আনন্দ বাজার এলাকায় থানা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের এক অজ্ঞাত সদস্যের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে এই সময় পুলিশ দেশী তৈরী পাইপগান, ৪ রাউন্ড কার্টুজ, ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে। সংঘর্ষের সময় থানা পুলিশের ৩ সদস্য আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, ১২/১৪ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়নের আনন্দ বাজার এলাকার চেরাগ আলী বাগানে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই সময় ওই এলাকার টহল পুলিশ বিষয়টি টের পেয়ে আমাকে জানালে আমি সেখানে উপস্থিত হই। পরে ফোর্স নিয়ে তাদের আটকের জন্য ঘিরে ফেললে তারা আমাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাওয়ার চেষ্ট করে। পুলিশ এই সময় অত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। গুলির শব্দ শুনে আশ্বপাশের লোকজন বেরিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়। পরে, আমরা বাগানে তল্লাশি চালিয়ে অজ্ঞাত এক ডাকাত দলের সদস্যকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। এই সময় তার কাছে থেকে ১ একটি পাইপগান ৪ রাউন্ড কার্টুজ ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করি। আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই সময় পুলিশের এএসআই মঞ্জুর আলম, কনেষ্টেবল দেলোয়ার হোসেন ও ইসমাঈল হোসেন আহত হয়।

(এ/এসপি/অক্টোবর ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test