E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈলে আ. লীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্বে সংবাদ সম্মেলন

২০১৯ অক্টোবর ২৯ ১৭:৪২:১১
রাণীশংকৈলে আ. লীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্বে সংবাদ সম্মেলন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাওঁয়ের রাণীশংকৈল উপজেলায় আসন্ন আ. লীগের কাউন্সিলকে ঘিরে পৌরসভা ইউনিয়নের ওর্য়াড কমিটি গঠন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম দূনীর্তির অভিযোগ তুলে উপজেলা আ’লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিরুদ্বে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আ. লীগের সহ-সভাপতি মোসাররফ হোসেন বুলু । 

মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্বাস আলী সহ-সম্পাদক আনিসুর রহমান বাকী সদস্য বাবর আলী ইকবাল হোসেন ভিপি কামাল হোসেন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না জেলা পরিষদের সদস্য এখলাসুর রহমান লিটন যুবনেতা শাহনেওয়াজ পদ বঞ্চিত ওর্য়াড নেতা কৃষ্ণ ও আব্দুল মতিন ও মানিকসহ প্রমুখ।

লিখিত সংবাদ সম্মেলনে মোসাররফ হোসেন বুলু বলেন, উপজেলা আ’লীগের আসন্ন কাউন্সিলকে ঘিরে জেলার নির্দেশে ইউনিয়ন ও পৌরসভার ওর্য়াড কমিটি গঠন প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়ায় উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ হস্তক্ষেপ করছেন। তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপি জামায়াত জাতীয় পাটির লোকদের দিয়ে পকেট কমিটি করছেন। এবং তাদের আজ্ঞাবহ লোকদের দিয়ে রাতের আধারে কমিটি করে আ’লীগের অনুপ্রবেশ কারীদের বিস্তার ঘটাচ্ছেন বলে অভিযোগ করা হয়।

এ সময় সংবাদ সম্মেলনে উপজেলা আ’লীগের সহ-সম্পাদক আনিসুর রহমান বাকী ২০১৩ সালের উপজেলা আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিভিন্ন অনুপ্রবেশকারী ও বিএনপি জামায়াত ওজাতীয় পার্টির লোকদের দিয়ে করা হয়েছে উল্লেখ্য করে বলেন, আহম্মেদ হোসেন বিপ্লবের বাবা ছিলেন ওয়ার্কাস পার্টির নেতা। এছাড়াও বিপ্লব নিজেও উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক হওয়ার পূর্বে আ’লীগের রাজনীতিতে জড়িত ছিলেন না।

উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু শাহীন করতেন ছাত্র ইউনিয়ন এছাড়াও দপ্তর সম্পাদক রবিউল ইসলাম পূর্বে ছিলেন জাপা নেতা উপজেলা আ’লীগের সদস্য জাহাঙ্গীর আলম সরকার আবুল কাশেম রেজাউল করিম মুকুল প্রচার প্রকাশনা সম্পাদক এম এ মমিন সদস্য মোকসেদুর রহমান পূর্বে করতেন কমিউনিষ্ট এছাড়াও যুব ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান নব্য আ’লীগার তার দাদা ছিলেন পিস কমিটির সদস্য।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল করিম ছিলেন শিবির নেতা উপজেলা আ’লীগের সদস্য আব্দুর রশিদ ছিলেন ছাত্র সমিতির নেতা বলে অভিযোগ তুলে বলেন, একই কায়দায় এবারো উপজেলা আ’লীগের কমিটি নিজের আজ্ঞাবহ লোকদের দিয়ে করার উদ্যোশে এবং নিজে পূনরায় উপজেলা আ. লীগের সভাপতি হওয়ার উদ্যোশে অধ্যাপক সইদুল হক অনিয়মতান্ত্রিকভাবে বাড়ীতে বসে পার্টি অফিসে ওর্য়াড কমিটি গুলোর সভাপতি সম্পাদক মনোনীনত করে দিয়ে ইউনিয়ন ও পৌরসভার নেতাদের দিয়ে তা ঘোষনা করাচ্ছেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে বক্তব্য নিতে মঙ্গলবার বেলা ১ টা ৪০ মিনিটে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দীনকে ফোন দিলে সাড়া পাওয়া যায়নি।

(কেএএস/এসপি/অক্টোবর ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test