E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায়

২০১৯ অক্টোবর ২৯ ২৩:১৮:২৭
আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায়

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায়, খাবার বিনষ্ট। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস পুলিশ প্রশাসনের সহযোগিতায় উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ব্যবসায়ি সুলতান আহম্মেদ বেপারীর দোকানে অভিযান চালিয়ে পেট্রোলিয়াম এ্যাক্ট এ ১হাজার টাকা জরিমানা আদায় করেন। ওই অভিযানে শ্রী গুরুচাঁদ মিষ্টান্ন ভান্ডারে খোলা জায়গায় খাবার রাখার দায়ে ধুলা-বালি পড়ায় বিভিন্ন খাবার বিনস্ট করেন আদালত।

অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বি পুলিশের সহায়তায় একই দিন দুপুরে পয়সারহাট বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অপরিস্কার-অপরিচ্ছন্নতার দায়ে দুই মিস্টির দোকানীকে ২ হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করেন।

(টিবি/এসপি/অক্টোবর ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test