E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে একই দিনে তিন পুলিশ কর্মকর্তার বদলি

২০১৯ অক্টোবর ৩০ ১৬:০৬:১৪
দিনাজপুরে একই দিনে তিন পুলিশ কর্মকর্তার বদলি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে একসাথে একই দিনে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং কোতয়ালী ওসিকে বদলির আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

বদলিকৃত হলেন, দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম. সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার এবং কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেদওয়ানুর। একসাথে একই দিনে তিন পুলিশ কর্মকর্তার বদলির বিষয়টি নিয়ে সর্বত্রই আলোচনা আর গুঞ্জন চলছে।

অনেকে বলছেন, সরকারের শুদ্ধি অভিযান সফল করতে প্রস্তুতি’র প্রথম ধাপ এই তিন পুলিশ কর্মকর্তার বদলি। দীর্ঘদিন যাবত তারা দিনাজপুরে অবস্থান করায় সরকারের শুদ্ধি অভিযান ব্যহত হওয়ার আশংকায় এই বদলি করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন,শুধু ওসি’র স্ট্যান্ড রিলিজ হলেও এসপি এবং এএসপি’র বদলির বিষয়টি নিয়মিত তালিকায় করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমকে ঢাকার সিআইডি অফিসে বদলি করা হয়েছে। তার স্থানে দিনাজপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন।

এ ছাড়াও দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকারকে ঢাকার ইন্ডাষ্টিয়াল পুলিশে এবং কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিমকে পার্বত্য চট্টগ্রামে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

(এস/এসপি/অক্টোবর ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test