E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তৃণমূল থেকে হাইব্রীড বাদ দিয়ে দলের কমিটি গঠন করার নির্দেশ হাসানাতের 

২০১৯ অক্টোবর ৩০ ১৭:১৯:২১
তৃণমূল থেকে হাইব্রীড বাদ দিয়ে দলের কমিটি গঠন করার নির্দেশ হাসানাতের 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “আওয়ামী লীগ স্বাধীনতার দল, আওয়ামী লীগ মায়ের ভাষার দল, আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল। তাই তৃণমূল থেকে দলকে শক্তিশালী করতে না পারলে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সংগঠন শক্তিশালী হবে না। দলের তৃণমূল শক্তির উপর নির্ভর করেই দীর্ঘ সংগ্রামের পরে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় থাকতেই আওয়ামী লীগ জয়লাভ করে। তাই এই দলে তৃণমূল পর্যায় থেকে কোন হাইব্রীড থাকতে পারবে না। আওয়ামী লীগের কমিটিতে নতুন মুখের দরকার নেই। ওই নতুন মুখ উদ্দ্যেশ্য প্রনোদিতভাবে দলে ঢুকে দলকে বিপর্যস্ত করবে। 

ওদের রুখে দিয়ে দলকে শক্তিশালী করতে পরিক্ষীত নেতা-কর্মীদের সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা কমিটি গঠন করার নির্দেশনা দিয়ে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ এর বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল সফলভাবে বাস্তবায়নের লক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ’৭৫এর ১৫আগস্ট জাতির পিতাসহ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও পরিবারবর্গ, ৩ নভেম্বর জের হত্যা দিবস, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গ্রহন করে সাংগঠনিক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সারেহ মো. লিটন।
বর্ধিত সভায় অন্যানদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্দা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সভায় ১ নভেম্বর থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নে ওয়ার্ড ও ইউনিয়নের কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত অনুযায়ি বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়।

বর্ধিত সভায় দলের উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকবৃন্দ, অংঘ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/অক্টোবর ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test