E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ৫৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার

২০১৪ আগস্ট ০৩ ১৭:০২:২১
সাতক্ষীরায় ৫৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতীয় পণ্যের সঙ্গে বস্তাভর্তি করে ঢাকায় পাচারের প্রস্তুতিকালে বিজিবি সদস্যরা ৫৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে ফেনসিডিলবাহি ট্রাকটি। রোববার দুপুর একটার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে এসব উদ্ধার ও আটকের ঘটনা ঘটে।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার নুরুল ইসলাম জানান, ভোমরা বন্দর সংলগ্ন বাংলা লিঙ্কের টাওয়ারের পাশে ভারতীয় পণ্যের সঙ্গে বিপুল পরিমান ফেনসিডিল ঢাকায় পাচারের জন্য লক্ষীদাড়ি গ্রামের মোহর আলীর ছেলে বাবলুর রহমান ট্রাকভর্তি করছেন মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে তিনি রোববার দুপুর একটার দিকে তিনি ওই ট্রাকে (যশোর-ট-১১-২১৪৬) তল্লাশি চালান।

এসময় ওই ট্রাকে ভারতীয় বলক্লে ও কসপাউডার ভর্তি বস্তা থেকে কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পরে বাবলুর রহমানের ভাড়া নেওয়া মাষ্টার শহীদুল ইসলামের মালিকানাধীন একটি গুদামে অভিযান চালানো হয়। সেখানে ১০ বস্তাভর্তি বলক্লে ও কসপাউডারের মধ্য থেকে ৫৮৬ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ফেনসিডিলবাহি ট্রাকটি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে থানায় মামলা করা হবে।

স্থানীয় ব্যবসায়িরা জানান, বাবলুর রহমান দীর্ঘদিন ধরে সিএ-এফ এজেন্টদের কর্মচারিদের মাধ্যমে স্বল্প পরিমান বলক্লে ও কসপাউডার কিনে অধিক পরিমানে গুদামে জমা করার পর তা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকে। এর সঙ্গে সে ফেনসিডিলসহ মাদক পাচার করে। গত ২৬ জুন একইভাবে ঢাকায় পাচারের সময় এক হাজার ৩৭৭ বোতল ফেনিডিল উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় বাবলু জেল খাটার পর সম্প্রতি জামিনে মুক্তি পায়। এরপর সে আবারো ওই ব্যবসায় জড়িয়ে পড়ে।

এ ব্যাপারে বাবলুর রহমানের সঙ্গে তার মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, এ ঘটনায় রোববার বিকেল পাঁচটা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

(আরকে/এটিআর/আগস্ট ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test