E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় যুদ্ধাপরাধসহ অর্ধশত মামলার পলাতক আসামি গ্রেফতার

২০১৯ অক্টোবর ৩১ ১৭:০২:০৬
সাতক্ষীরায় যুদ্ধাপরাধসহ অর্ধশত মামলার পলাতক আসামি গ্রেফতার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যুদ্ধাপরাধসহ অর্ধশত নাশকতা মামলার পলাতক আসামি জামায়াত নেতা রাজাকার মাওলানা আকবর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামে তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আকবর আলী কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের মৃত শেখ জবেদ আলীর ছেলে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আকবর আলী যুদ্ধাপরাধী মামলাসহ ২০১৩ সালে নাশকতায় অভিযোগে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় ৫০ টিরও বেশি মামলা আছে। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে মাওলানা আকবর নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যান। এরপর ২০১৩ সাল থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কলারোয়া উপজেলার ব্রজাবক্স তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্বে দেয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) , এসবি, কলারোয়া থানা পুলিশের একাধিক দল অংশগ্রহণ করেন।

আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে কালিগঞ্জ থানায় জিআর ৯২/৯ নং যুদ্ধাপরাধের মামলা হয়।

এদিকে নলতা ইউনিয়নের ইন্দ্রনগর হুসাইনাবাদ ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা জিবি কমিটির সদস্য আব্দুল্লাহ মোড়ল জানান, আকবর মাওলানা দীর্ঘদিন পলাতক থেকে ভারপ্রাপ্ত সুপাÍ মাওলানা আফফানের মাধ্যমে অন্যত্র খাতা নিয়ে তাতে হাজিরায় সাক্ষর করেছেন। বেতনও তুলেছেন নিয়মিত। এমনকি এতগুলো মামলা থাকার পরও তিনি সম্প্রতি তার পেনশনের ৩৯ লাখ টাকা উত্তোলন করেছেন সরকারি কোষাগার থেকে।

রেজুলেজশন জালিয়াতি করে তার ছেলে মারুফ বিল্লাহকে ওই মাদ্রাসার সহকারি সুপার বানানোর সকল জালিয়াতি কাহজ তৈরি করেছেন। তার ছেলে কমপক্ষে ৪০টি নাশকতা ও পুলিশের উপর হামলা মামলার আসামী মামুন বিল্লাহকে দিয়ে নলতা বাজারে সশস্ত্র মহড়া চালিয়েছেন। তাদের ভয়ে এলাকায় কেউমুখ খুলতে সাহস পায় না। তিনি মামুন বিল্লাহকেও গ্রেপ্তারের দাবি জানান।

(আরকে/এসপি/অক্টোবর ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test