E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলণ বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

২০১৯ নভেম্বর ০৪ ১৭:৪৪:৩১
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলণ বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরী নদী থেকে প্রভাবশালী মহলের অবৈধ বালু উত্তোলণ বন্ধের দাবিতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। 

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর, কুর্শাবেনু, বেলটিয়া, সলিল গোবিন্দপুর এলাকার লোকজন মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতিশ্রুতিতে দুপুর ১২ টায় অবরোধ প্রত্যাহার করে অবরোধকারীরা।

স্থানীয়রা জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে যমুনা ও ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলণ করে আসছে। এতে প্রতিবছর ওই এলাকার শতশত বসতভিটা, রাস্তাঘাট ও ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। চলতি বছরেও ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলণের চেষ্টা করলে বাধা দেয় স্থানীয়রা।

এ ঘটনার জের ধরে রাতে জোকারচর এলাকার চান্দু সরকারের ছেলে মাসুদ সরকারকে আটক করে কালিহাতী থানা পুলিশ। সোমবার সকালে মাসুদকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা।

পরে স্থানীয়রা ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় অবরোধ করে মাসুদ সরকারের মুক্তি ও বালু উত্তোলণ বন্ধে বিক্ষোভ করে। পরে কালিহাতী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রামবাসীর দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিতে তারা অবরোধ তুলে নেয়।

(আরকেপি/এসপি/নভেম্বর ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test