E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হত্যা মামলায় বিএনপি নেতা অ্যাড. ভুট্টো কারাগারে

২০১৪ আগস্ট ০৩ ২২:২৩:০০
হত্যা মামলায় বিএনপি নেতা অ্যাড. ভুট্টো কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক আমান উল্লাহ আমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টোকে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে আবেদন জানালে বিচারক শহীদুল ইসলাম তার জামিন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপি’র কর্ম্মী সম্মেলন চলছিল। এ সময় সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবের পক্ষের লোকজন সাধারন সম্পাদক অ্যাড. ইফতেখার আলীর পক্ষের লেঅকজনদের উপর চড়াও হয়। একপর্যায়ে লাঠির আঘাত ও দায়ের কোপে জেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক আমান উল্লাহ আমানসহ নয় জন মারাত্মক জখম হন। রাত ৮টার দিকে খুলনায় নিয়ে যাওয়ার পথে আমানের মৃত্যু হয়। পরদিন আমানের মা ফাতেমা বেগম বাদি হয়ে ৫৪ জন বিএনপি নেতা কর্মীর নাম উল্লেখ করে থানায়একটি হত্যা মামলা দায়ের করেন। এদের মধ্যে অ্যাড. কামরুজ্জামান ভুট্টো অন্যতম আসামী। তিনি হাইকোর্ট থেকে অন্তবর্তীকালিন জামিনে ছিলেন।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক একরামুল হক মোল্লা জানান, আদালতের নির্দেশে বিএনপি নেতা অ্যাড. কামরুজ্জামান ভুট্টোকে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/অ/আগস্ট ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test