E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে ৭ বাংলাদেশি আটক

২০১৯ নভেম্বর ০৫ ১৭:১৩:৫৬
নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে ৭ বাংলাদেশি আটক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে ৭ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি বিএসএফ।

আজ ভোরে হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ পিলার এলাকা দিয়ে ভারতের অভন্তরে অবৈধ অনুপ্রবেশ করলে তাদের আটক করে বিএসএফ।

আটকরা হলো- জেলার পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর (২৫) রাঙ্গাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল (২২) বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল (২০) কালাইবাড়ি গ্রামের প্রফুল্লর ছেলে বিফল (৩০) একই গ্রামের লোকমানের ছেলে আজাদ (৩০) রফিকের ছেলে জহুরুল (৩২) ও সবুর উদ্দিনের ছেলে হাকিম (৩৬)।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে ফেরার পথে ভোরে ২৩১/১০ (এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। এ বিষয়ে হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোকলেছুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম জানান, আমরাও বিভিন্ন মাধ্যমে তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। এবিষয়ে বিএসএফের সাথে কথা বলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

(বিএম/এসপি/নভেম্বর ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test