E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যে কোনো মুহূর্তে ওসি আতাউর গ্রেফতার

২০১৪ আগস্ট ০৪ ০৯:৫৫:১৫
যে কোনো মুহূর্তে ওসি আতাউর গ্রেফতার

সিলেট প্রতিনিধি : সিলেট কোতোয়ালী মডেল থানার বরখাস্ত হওয়া আলোচিত ওসি আতাউরকে গ্রেফতার করতে অভিযানে বের হয়েছে পুলিশের একাধিক টিম।

সিলেট জেলা ডিবি পুলিশের একটি সূত্র রাত এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পুলিশের পৃথক টিম ওসি আতাউরের গ্রামের বাড়ি জকিগঞ্জের নোয়া গ্রামে পৌঁছেছে। উচ্চ আদালতের নির্দেশে রবিবার রাতে মামলা হওয়ার পরেই জকিগঞ্জ সীমান্ত পাড়ি দিয়ে ভারত পালানোর চেষ্টা করছিলেন আতাউর- এ রকম একটি তথ্যের পরেই পুলিশ অভিযানে বের হয়।

তবে ওসি আতাউরের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি বাড়িতেই অবস্থান করছেন।

১৭ জুলাই ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর ভাই ব্যবসায়ী কামাল আহমদ চৌধুরীকে পুলিশি হেফাজতে নির্যাতনের ঘটনায় ২৪ জুলাই উচ্চ আদালতে রিট পিটিশন করেন।

এর পরিপ্রেক্ষিতে ৫ পুলিশের বিরুদ্ধে মামলা নিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে নির্দেশের অনুলিপি সংগ্রহ করে রবিবার জমা দেন রিটকারী। কাগজপত্র যাচাই বাচাই করে রাতে মামলা গ্রহণ করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন- কোতোয়ালী থানায় থানার সাবেক ওসি আতাউর রহমান ও ওসি (তদন্ত) শ্যামল বণিক, উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম, সহকারী উপ পরিদর্শক (এএসআই) তাহের ও কনস্টেবল অধির।

সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি মনিরুল ইসলাম মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/আগস্ট ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test