E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ফায়ার সার্ভিস সপ্তাহর উদ্বোধন 

২০১৯ নভেম্বর ০৬ ১৮:১৮:২১
নওগাঁয় ফায়ার সার্ভিস সপ্তাহর উদ্বোধন 

নওগাঁ প্রতিনিধি : বুধবার নওগাঁয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফায়ার সার্ভিস সপ্তাহর উদ্বোধন করা হয়েছে। 

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক একেএম মুরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ শাহনেওয়াজ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলম প্রমুখ।

পরে উদ্ধার, অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি মহড়া অনুষ্ঠিত হয়।

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে নওগাঁয় মোট অগ্নিকান্ডের সংখ্যা ৪০৮টি। ক্ষয়ক্ষতির পরিমান ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৬১০ টাকা এবং বিভিন্ন কারনে দূর্ঘটনার সংখ্যাা ১শ’টি । জেলার নিয়ামতপুর ও আত্রাই উপজেলায় অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে।

(বিএম/এসপি/নভেম্বর ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test