E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাওয়ায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

২০১৪ আগস্ট ০৪ ১১:২৩:৩০
মাওয়ায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ৭টি ডাম্প ফেরি চলাচল বন্ধের ১০ ঘণ্টা পর সোমবার সকাল ৭টায় তা স্বাভাবিক হয়।

রবিবার রাত ৯টার পর থেকে প্রচণ্ড স্রোতে ফেরি চলাচলে ব্যর্থ হওয়ায় ডাম্প ফেরিগুলো বন্ধ করে নোঙরে রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

অন্যদিকে, ৭টি ডাম্প ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে নৌরুটে ফেরি সঙ্কট দেখা দেয়। ফলে কাওড়াকান্দি ঘাটে আটকে পড়া বাসের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বিআইডাব্লিউটিসির বরাত দিয়ে মাওয়া নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খন্দকার খালিদ হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে পদ্মায় প্রচণ্ড স্রোত ও বড় বড় ঢেউ দেখা দিয়েছে। এ প্রতিকূলতার সঙ্গে ডাম্প ফেরিগুলো কুলিয়ে উঠতে পারছিল না। এ অবস্থায় রাত ৯টা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে চলাচলরত ৭টি ডাম্প ফেরি বন্ধ করে দেওয়া হয়। সোমবার সকাল ৭টার দিকে আবহাওয়া কিছুটা শান্ত হলে ফেরি চলাচল ফের শুরু হয়।

(ওএস/এইচআর/আগস্ট ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test