E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘূর্ণিঝড় বুলবুল

বরগুনার পাথরঘাটাসহ উপকূলজুড়ে শুধুই ধ্বংসযজ্ঞ!

২০১৯ নভেম্বর ১১ ১৭:৫০:৫২
বরগুনার পাথরঘাটাসহ উপকূলজুড়ে শুধুই ধ্বংসযজ্ঞ!

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা সহ গোটা উপকূলজুড়ে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের তান্ডবে ঘর-গৃহস্থলী আর গাছপালায় ধ্বংসের চিহ্ন। গ্রামের পথে পথে বিশাল গাছ আর ছোট বড় ঘর বুলবুলের তান্ডবে বিধ্বস্ত হয়ে আছে। এমন কোনো বাড়ি নাই, যেখানে কমবেশী ভাংচুর কিংবা লন্ডভন্ড চোখে পরছে না।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির সোমবার বিকালে মুঠোফোনে ভোরের কাগজকে জানান,আমরা ইউপি চেয়ারম্যান-মেম্বরদের ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করার নির্দেশ দিয়েছি। আর ঝড়ের দিন থেকে আজ পর্যন্ত এলাকার দুর্গতদের সুকনো খাবার এবং ঘূর্ণিঝড় পরবর্তী সাধ্যমত সহায়তা দিয়ে যাচ্ছি।

ঝড়ের তান্ডবে পাথরঘাটার ফকিরহাট এলাকাসহ বেশকিছু স্থানে বিদ্যুৎপোষ্ট ভেঙ্গে পরেছে এবং তাঁর ছিড়ে গেছে। পাথরঘাটা ও আশেপাশের অঞ্চলগুলোতে চলছে পুন: বিদ্যুৎ সংযোগের কাজ।

গোটা এলাকাজুড়ে এখন অন্ধকার।বিদ্যুৎ সংযোগ কবে পাওয়া যাবে এখনও নিশ্চিত করে জানাতে পারছে না কর্তৃপক্ষ।পাথরঘাটায় শত শত গাছপালা উপরে গেছে। আমনধানের মাঠে ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষকদের। অনেক কাঁচাঘরের চালা উপরে গিয়ে অন্যত্র পরেছে।

পাথরঘাটার খলিফারহাট এলাকা থেকে সমাজসেবক কামালউদ্দিন কুদ্দুছ মুঠোফোনে জানান,দক্ষিন চরদুয়ানী এলাকার বাসিন্ধা জামালের বসতঘর ঝড়ে বিধ্বস্ত হয়েছে।

কাঠালতলী এলাকার সিপিবি সদস্য টুটুল মাঝী মুঠোফোনে জানান,পরিঘাটা গ্রামজুড়ে গাছপালা আর উঠতি রবিশষ্য তছনছ করে দিয়েছে বুলবুলের বিদায়ী ঝড়ে।

কাঠালতলী বাজারের সুদেবী রানী জানান, রবিবার ভোররাত থেকে বয়ে যাওয়া ঝড়োবাতাসের তান্ডবে বিশাল গাছ ভেঙ্গে পরেছে ঘরের উপরে।

কালিপুর গ্রামের গৌতম মৃধা জানান, গাছপালা ভেঙ্গে তছনছ হওয়ার খবর।পাথরঘাটা শহরের দক্ষিন জনপদের বাসিন্ধা মুন্সি মো.সেলিম রেজা জানান, টেংরা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থিদের রান্নাঘর গাছচাপায় বিধ্বস্ত হয়েছে। ওই এলাকার বাচ্চু ডাক্তারের ওষুধের ফার্মেসী তেতুলগাছের নিচে চাপা পরে আছে। বারেক বেপারীর বসতঘরে রেইন্ট্রিগাছ পরে ব্যাপক ক্ষতি হয়েছে। রিফাত জমাদ্দারের পোল্ট্রিফার্মের প্রায় ১০হাজার টাকার মোরগ মারাগেছে।জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাচ্চু জমাদ্দারের ঘেরের মাছ ভেসে গেছে।

অপরদিকে কোড়ালিয়া এলাকার প্রাক্তন ইউপি সদস্য আবু আব্দুল্লাহ্ জানান,বুলবুলের তান্ডবে তার অনেকটাকা মূল্যের বড় বড় গাছ ভেঙ্গে পরেছে। টেংরা এলাকার বাশার মিয়ার বসতঘর তছনছ হয়েগেছে। কোড়ালিয়া এলাকার হালিমের বসতঘর আংশিক ধ্বসে পরেছে।

চরদুয়ানী এলাকার বাসিন্ধা শুভঙ্কর হাওলাদর মুঠোফোনে জানান,ঝড়ে মূল্যবান রেইন্ট্রি,চাম্বল গাছ ভেঙ্গে উপরে পরেছে,পাশাপাশি বিভিন্ন ফলের গাছও ধ্বংস হয়েছে। কিরনপুরের বাসিন্ধা শাহজাহান মিয়া জানান,হাজার হাজার টাকার মূল্যবান গাছ ভেঙ্গে তার অপূরনীয় ক্ষতি হয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহি অফিসার মো.হুমায়ুন কবির বলেন, জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্থদের তালিকা করার নির্দেশনা দেয়া হয়েছে।আমরা ঝড়ের রাত থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে সুকনো খাবার পৌছে দিয়েছি। এখনও চারদিকে কারো কোনো সমস্য রয়েছে কিনা তার খবর নিচ্ছি । তিনি জানান, কোথাও মানুষের প্রানহানীর খবর এখনও পাওয়া যায়নি।

(এটি/এসপি/নভেম্বর ১১, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test