E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ঘুর্ণিঝড় বুলবুলের ছোবলে লন্ডভন্ড শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫ শতাধিক ঘরবাড়ি 

২০১৯ নভেম্বর ১১ ১৮:২৮:৪৪
আগৈলঝাড়ায় ঘুর্ণিঝড় বুলবুলের ছোবলে লন্ডভন্ড শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫ শতাধিক ঘরবাড়ি 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঘুর্ণিঝড় বুলবুলের ছোবলে লন্ডভন্ড হয়ে গেছে আগৈলঝাড়া উপজেলা। গাছ পড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত, ঝড়ের তান্ডবে গাছ চাপা পড়ে ৫ শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত। পান বরজ বিধ্বস্ত, গবাদী পশুর মৃত্যু। বিধ্বস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। চার জন হাসপাতালে ভর্তি। উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় সভায় ক্ষয়-ক্ষতির দ্রুত তালিকা করতে জাতির পিতার ভাগ্নে, স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র নির্দেশ।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের সাথে ঘুর্ণিঝর বুলবুলের দুর্যোগ পরবর্তি করনীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্যোগ পরবর্তি করনীয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, এসিল্যান্ড ফাতিমা আজরীন তন্বী, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, শফিকুল হোসেন টিটুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা।

সভায় এমপি হাসানাত উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিজের চোখে দেখা ক্ষয়-ক্ষতির বর্ননা করেন ও সবার কাছ থেকে শোনেন। এসময় তিনি প্রশাসনের সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীদের এলাকা ঘুরে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াতে ও দ্রুত ক্ষয়-ক্ষতির তালিকা তৈরীর নির্দেশ প্রদান করে প্রকৃত ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এমপি’র নির্দেশ পেয়ে তাৎক্ষনিক মাঠ পর্যায়ে কাজে নেমেছে নেতা কর্মীরা। সভায় জোবারপাড় গ্রামের তিনটি গবাদীপশু মারা যাওয়া মালিক হীরা লাল বৈরাগীকে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ প্রদান করেন তিনি। এসময় দুর্যোগ মোকাবেলায় ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ২০ মেট্টিক টন চাল ক্ষতিগ্রস্থ অসহায়দের মধ্যে বন্টনের জন্য ইউএনওকে নির্দেশ দেন তিনি।

উপজেলা কন্ট্রোল রুমের প্রধান উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, রবিবার দুপুরে বয়ে যাওয়া ঘুর্নিঝড় বুলবুলের তান্ডবে প্রাথমিকভাবে ১২৬ হেক্টর জমির পান বরজ, ১৫৫ হেক্টর জমির উফশী বোরো আমন, ৩৮০ হেক্টর জমির স্থানীয় আমন, ১০৫ হেক্টর জমির বোনা আমন, ২০ হেক্টর জমির শাকসবজি, ৩ হেক্টর জমির পেঁপে, ২ হেক্টর জমির কলা ও ৩ হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে।

উপজেলায় ৩শ কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত, ২শ ঘরবাড়ির আংশিক ক্ষতি, অন্তত ৪০ হাজার গাছপালা উপড়ে পরে। জোবারপাড় গ্রামে উপড়ে পড়া গাছের চাপায় হীরা লাল বৈরাগীর তিনটি গরু ঘটনাস্থলেই মারা যায়। উপরে ক্ষতিগ্রস্থ হয়েছে মুরগীর খামার, মাছের ঘেরের। তার ছিড়ে, গাছ উপরে পরে, খুটি ভেঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পরেছে সমগ্র উপজেলার। ঝড়ে বাকাল নিরাঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের চালা উড়ে গেছে। বিভিন্ন সড়কের পাশে গাছ উপড়ে পরে এলজিইডি’র কাচা পাকা সড়কের ব্যপক ক্ষতি হয়েছে। শনিবার থেকে নেটওয়ার্ক বন্ধ রয়েছে বিভিন্ন ফোন কোম্পানীর।

উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত জানান, ঝড়ে গাছ উপড়ে পরে অশোকসেন গ্রামের মনির মোল্লার মেয়ে জান্নাত খানম(৮), বাকাল গ্রামের মৃত দশরথ মিস্ত্রীর ছেলে কার্তিক মিস্ত্রী (৪০), সেরাল গ্রামের মৃত রতন মল্লিকের ছেলে মনির মল্লিক (৪০), ভদ্রপাড়া গ্রামের মাহাবুব আলমের মেয়ে নিলুফা (২০) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

কন্ট্রোল রুম সূত্র জানায়, প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির তালিকা করা হলেও সংশ্লিষ্ঠরা মাঠ পর্যায়ে প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা নিরুপনে কাজ করছেন। সোমবার দুপুরের ঝড়ে মহাসড়ক ও সড়কের উপর উপড়ে পড়া গাছ কেটে পরিস্কার করছেন প্রশাসন ও স্থানীয় নেতা কর্মীরা।

(টিবি/এসপি/নভেম্বর ১১, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test