E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে শুরু হয়েছে মাসব্যাপী রাস মেলা

২০১৯ নভেম্বর ১২ ১৬:২১:৪৭
দিনাজপুরে শুরু হয়েছে মাসব্যাপী রাস মেলা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে শুরু হয়েছে মাসব্যাপী রাস মেলা। কান্তজীউ মন্দির প্র্ঙ্গণে সোমকার রাতে সংস্কৃতিক প্রতিমন্ত্রী এ.কে খালিদ এমপি এ রাস উৎসব মেলার উদ্বোধন করেন। পরে মধ্যরাতে অনুষ্ঠিত হয় রাস উৎসব।

দিনাজপুর রাজ দেবত্তোর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিকের সভাপতিত্বে মাসব্যাপী রাস মেলা উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

দিনাজপুর রাজ দেবোত্তর এষ্টেট-এর এজেন্ট অমলেন্দু ভৌমিক জানান, ১৭৫২ খ্রিষ্টাব্দে মন্দির প্রতিষ্ঠার পর হতে রাজ বংশের পরিবার প্রচলিত চিরাচরিত প্রথা অনুযায়ী শ্রী শ্রী জন্মাষ্টমীর আগের দিন কান্তনগর মন্দির হতে ঢেঁপা নদীপথে নৌ-বহরে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ দিনাজপুর রাজবাড়ী মন্দিরে নিয়ে যাওয়া হয। আবার রাস পূর্নিমার একদিন আগে শত শত ভক্তদের অংশ গ্রহনের মধ্যদিয়ে প্রচলিত নিয়মানুযায়ী কান্তনগর মন্দিরে নেয়া হয়।

এরপর প্রতি বছর বাংলা কার্তিক মাসের চাঁদের পূর্ণিমায় এই রাস উৎসব পালিত হয়। রাস উৎসব উপলক্ষে চলে মাসব্যাপী রাস মেলা। হাজার হাজার ভক্ত ও পুন্যার্থীদের পদভারে মন্দির অঙ্গন এখন মুখরিত।

মেলায় দেশের প্রায় সব জেলা ছাড়াও ভারত থেকেও শতশত নারী-পুরুষ ভক্ত-পূণ্যার্থী ও দেশী-বিদেশী বিপুল সংখ্যক পর্যটকেরা মেলায় আসেন। নির্মল বিনোদনের জন্য সার্কাসসহ ধর্মীয় কীর্ত্তনগান ছাড়াও হিন্দু ধর্মীয় বই-পুস্তক, শাঁখা-সিদুর, শঙ্খ, বালা, চুড়িসহ নানান পণ্যের পসরা সমৃদ্ধ দোকান মেলায় শোভা পেয়েছে।

(এস/এসপি/নভেম্বর ১২, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test