E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ, ৪ ট্রলারসহ ৪৯ দর্শনার্থী আটক

২০১৯ নভেম্বর ১২ ১৬:২৩:০২
সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ, ৪ ট্রলারসহ ৪৯ দর্শনার্থী আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৪টি ট্রলারসহ ৪৯ জন দর্শনার্থীকে আটক করেছে বন বিভাগ। 

সোমবার সন্ধ্যায় চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদেরকে জনপ্রতি ১০ হাজার টাকা করে জরিমানা করেছে সুন্দরবন বিভাগ। আটককৃতদের বাড়ী বাগেরহাটের মোংলার উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

চাঁদপাই রেঞ্জ’র সহকারী বন সংরক্ষক মো. শাহিন কবির জানান, সুন্দরবনের দুবলারচরের রাস মেলা উপলক্ষ্যে আটককৃতরা গত ৯ অক্টোবর বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে কোন অনুমতিপত্র না নিয়েই অবৈধ ভাবে দুবলার চরে যায়। সেখান থেকে ফেরার পথে সোমবার সন্ধ্যায় বনের ধানসিদ্ধির চর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত ৪টি ট্রলারও। অবৈধ ভাবে সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে তাদের সিওআর মামলার আওতায় জনপ্রতি নগদ ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে করে ছেড়ে দেয়া হবে। আটককৃত ৪৯ জনকে চাঁদপাই রেঞ্জ অফিসে রাখা হয়েছে।

এর আগে একই অপরাধে গত ৫ অক্টোবর সুন্দরবনের জয়মনি এলাকা থেকে ৩টি ট্রলারসহ ৬০ জনকে আটক করে বন বিভাগ। তাদেরকেও একই আইনে (সিওআর) জনপ্রতি নগদ ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেয় সুন্দরবন বিভাগ।

(এসএকে/এসপি/নভেম্বর ১২, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test