E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে এইচআইভি প্রতিরোধে এ্যাডভোকেসি সভা

২০১৯ নভেম্বর ১২ ১৭:৪০:১৬
টাঙ্গাইলে এইচআইভি প্রতিরোধে এ্যাডভোকেসি সভা

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে এইচআইভি/এইডস প্রতিরোধে লাইট হাউজের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সিভিল সার্জন সভাকক্ষে আইসিডিডিআরবি’র ব্যবস্থাপনায় ও গ্লোবাল ফান্ডের সহায়তায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকতাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. শরিফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন। হিজড়া সম্প্রদায় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিবিও লিডার মিলা।

জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রামের তত্ত্বাবধানে পরিচালিত “প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ” নামক প্রকল্পটি ১৮টি জেলায় ২৫টি সার্ভিস সেন্টারের অত্যন্ত ঝুকিপূর্ণ পুরুষ ও হিজড়া গোষ্ঠীর জন্য এইডস প্রতিরোধ কার্যক্রমের সফলতার চিত্র তুলে ধরেন। এছাড়া এইডস থেকে বাঁচার উপায় ও প্রতিরোধ বিষয় নিয়ে কথা বলেন।

(আরকেপি/এসপি/নভেম্বর ১২, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test