E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

চাটমোহরে দুর্নীতি বিরোধী বিক্ষোভ ও পথসভা 

২০১৯ নভেম্বর ১২ ১৮:০০:০২
চাটমোহরে দুর্নীতি বিরোধী বিক্ষোভ ও পথসভা 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে সোমবার বিকেলে দূর্নীতি, সন্ত্রাস, মাদকবিরোধী এবং চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

শাহী মসজিদ ও উপজেলা গেট এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন, সংগ্রাম পরিষদের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার প্রমূখ।

এরআগে একই দাবিতে গত ৫ নভেম্বর মানববন্ধন ও ৭ নভেম্বর অবস্থান কর্মসূচী পালন করা হয়। ইছাহক আলী মানিক বলেন, চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের দূর্নীতি এখন সবার মুখে মুখে। অল্প দিনের চাকুরিতেই অধ্যক্ষ মিজানুর রহমান কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। তার কারণে কলেজের শিক্ষার পরিবেশ অনুপস্থিত। শিক্ষকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচী পালন করছেন। তিনি বলেন, দূর্নীতি,সন্ত্রাস ও মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।

(এস/এসপি/নভেম্বর ১২, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ জুলাই ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test