E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চিকিৎসকের মিথ্যা প্রতিবেদনে কারাগারে বৃদ্ধা!

২০১৯ নভেম্বর ১৩ ১৭:০০:৩৫
চিকিৎসকের মিথ্যা প্রতিবেদনে কারাগারে বৃদ্ধা!

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাওঁয়ের রাণীশংকৈল উপজেলায় মারামারির এক মামলায় চিকিৎসকের দেওয়া মিথ্যা প্রতিবেদনে (ক্ষতের সনদ) বৃদ্বা কারাগারে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী বৃদ্বা সন্ধারই সাতঘরিয়া গ্রামের মৃত বাচাঁন আলীর ছেলে জাফরুল্লাহ(৬৮)। আর মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগটি উঠেছে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রকিবুল আলমের বিরুদ্বে।

এ ঘটনায় ভুক্তভোগীর মামাতো ভাই তহিদুল ইসলাম ঘটনার সরজমিন তদন্ত চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বিভাগীয় কমিশনার সিভিল সার্জন প্রেস ক্লাব বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগে জানা যায়, খেলাধুলাকে কেন্দ্র করে চলতি বছরের ২৮ জুলাই জাফুরুল্লাহের পরিবার ও একই গ্রামের মুনসুরের পরিবারের মধ্যে মারামারি হয়। সে মারামারিতে জাফুরুল্লাহসহ তার পরিবারের তোহিদুল ওহেদা বেগম গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিসৎসা নেই।

অপরদিকে মুনসুর ও তার ভাই মুঞ্জুর আলম ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়। তবে মঞ্জুর আলম আহত হওয়ার পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে। উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রের্ফাড করা হয়।

ভুক্তভোগী তহিদুলের অভিযোগ যখন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হয় তখন বর্তমানের প্রতিবেদন অুনযায়ী রোগীর এমন অবস্থা ছিলো না।

অথচ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে মাথায় বিশাল ক্ষত ও জখমের আঘাত এনে বানানো ও উৎকোচের বিনিময়ে একটি মিথ্যা প্রতিবেদন(ক্ষতের সনদ) দিয়ে আমার বৃদ্ব ভাইকে ঠাকুরগাঁও জজ কোর্টের মাধ্যমে কারাগারের প্রেরণ করা হয়। আমার এই বৃদ্ব ভাই শুধুমাত্র চিকিৎসক রকিবুল আলমের মিথ্যা প্রতিবেদন দেওয়ার কারণেই তাকে কারাবরণ করতে হয়। আমি এর সঠিক বিচার চাই।
তহিদুলের অভিযোগ যে ব্যক্তির মাথায় কোন ক্ষতের সেলায় নেই। সামান্য ক্ষতকে শুধুমাত্র আইনী মারপ্যাচে হয়রানীর জন্য বিশাল ক্ষত বানিয়ে কিসের বিনিময় কত টাকার বিনিময়ে এমন মিথ্যা প্রতিবেদন দেওয়া হলো। তার নিরপেক্ষ তদন্ত আমি উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট প্রত্যাশা করি।

এ ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রকিবুল আলম গতকাল বুধবার মুঠোফোনে বলেন, এ অভিযোগটি মিথ্যা আমি ঐ সময় যা পেয়েছি তাই নোট করেছি এবং নিয়মনুযায়ী প্রতিবেদন(ক্ষতের সনদ) দিয়েছি।

(কেএস/এসপি/নভেম্বর ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test