E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান

২০১৯ নভেম্বর ১৩ ১৮:১২:৩৫
মাগুরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০ এর আওতায় মাগুরা সদর উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার বিকালে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । 

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জিয়াউল হাসান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ । মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণে মাগুরা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশ নেবে ।

বৃহস্পতিবার সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজ পুকুরে সাঁতার প্রশিক্ষণ শুরু হবে । মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণ প্রদান করবেন ফরিদ আহমেদ ও স্বীকৃতি কুমার বিশ্বাস । মাগুরা জেলা ক্রীড়া অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে ।

(ডিসি/এসপি/নভেম্বর ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test