E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালাম সভাপতি, তাপস সম্পাদক 

১৬ বছর পর কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়ন আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

২০১৯ নভেম্বর ১৩ ১৮:৩৮:৪০
১৬ বছর পর কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়ন আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : দীর্ঘ ১৬ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ১২ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হল কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি নির্বাচিত হন তৃনমূল আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জেলা যুবলীগের সদস্য তাপস ব্যানার্জী। তারা দুজনই কান্দিউড়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। রাত আটটায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল ইসলাম।

নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা ০৩ আসনের এমপি অসীম কুমার উকিল এবং বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিল।

শিক্ষাবিদ আব্দুর রহমান ভূঞা স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপত্বি করেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: মোসলেম উদ্দিন। সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক অপু উকিল বলেন, এমপি অসীম কুমার উকিল চান তৃনমূল নেতাদের সমর্থনেই নেতা নির্বাচিত হোক, এজন্যেই আজকের এই সম্মেলন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো: কামরুল হাসান ভূঞা। সম্মেলনে সভাপতি পদে চার ও সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

(ওএস/এসপি/নভেম্বর ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test