E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ভূমিহীনের জমি জবরদখলের পাঁয়তারা চালাচ্ছে জামায়ত কর্মী তালেব

২০১৯ নভেম্বর ১৪ ১৮:৩৭:০৬
সাতক্ষীরায় ভূমিহীনের জমি জবরদখলের পাঁয়তারা চালাচ্ছে জামায়ত কর্মী তালেব

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামে এক জামায়াত কর্মী ও তার ছেলেদের বিরুদ্ধে  চিরস্থায়ী বন্দোবস্ত পাওয়া এক ভূমিহীনের জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

ফয়জুল্লাহপুর গ্রামের রহিম বক্সের ছেলে মোত্তাজুল মোল্লা বলেন, ২০১২ সালের ৪ মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত দলিলের মাধ্যমে ফয়জুল্লাহপুর মৌজায় ২৫ শতক জমির দলিল করে দেয় সরকার। ওই জমি দেখিয়ে তিনি ব্যাংক থেকে ঋণও তুলেছেন। এরপর থেকে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকাকালিন একই পাড়ার বাবর আলী সরদারেরছেলে আবু তালেব সরদার, তার দু’ ছেলে জরিপ ও আরিফ ওই জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা করে আসছে। জবরদখলের চেষ্টার অংশ হিসেবে আবু তালেব সরদার ২০১৬ সালের ১৫ মে সাতক্ষীরার অতিরিক্তক জেলাম্যাজিষ্ট্রেট আদালতে ৫৪৯/১৫ নং পিটিশন মামলা করে। মামলায় তার (মোত্তাজুল) কিছু জমি দখলে দেখায় আবু তালেব। আদালত সাতক্ষীরা সদর সহকারি ভূমি কমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। প্রতিবেদন অনুযায়ি মামলাটি খারিজ হয়ে যায়।

মোত্তাজুল আরো জানান, মামলায় হেরে যেয়ে তালেব আবারো জবরদখলের চেষ্টা চালালে তিনি নিজে বাদি হয়ে একই আদালতে পিটিশন ১১৪৩/১৬ নং মামলা করেন। আদালতের নির্দেশে সদর থানার উপপরিদর্শক রশিদুজ্জামান বাদির পক্ষে দখলসহ সকল কাগজপত্র আছে বলে উল্লেখ করলে আদালতের রায় তালেবের বিপক্ষে যায়। এপর তালেব ও তার ছেলেরা জমি জবরদখলে আরো বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, আবু তালেব , তার ছেলে জরিপ ও আরিফ দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ২০১৩ সালে সরকারি গাছ কাটা ও নাশকতার অভিযোগ থাকলেও এক আওয়ামী লীগ নেতাকে ম্যানেজ করে তারা মামলা থেকে রেহাই পেয়েছেন। বর্তমানে তারা আওয়ামী লীগে নাম লেখাতে দৌড় ঝাঁপ শুরু করেছেন। ভূমিহীন মোত্তাজুলের জমি দখলের চেষ্টা করেওবার বার ব্যর্থ হচ্ছেন আবু তালেব ও তার ছেলেরা। বিষয়টি তারা উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানতে চাইলে আবু তালেব সরদার বলেন, তারা কখনো কোন রাজনৈতিক দল করেননি। মোত্তাজুল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

(আরকে/এসপি/নভেম্বর ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test