E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনগণের স্বার্থে সকলকে কর প্রদানে উৎসাহীত করতে হবে : এমপি রবি

২০১৯ নভেম্বর ১৫ ১৬:৩০:৪০
জনগণের স্বার্থে সকলকে কর প্রদানে উৎসাহীত করতে হবে : এমপি রবি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ‘আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি, উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আয়কর মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপ-কর কমিশনারের কার্যালয় সাতক্ষীরা-১৩ কর অঞ্চল’র আয়োজনে কর অঞ্চল খুলনার অতিরিক্ত কর কমিশনার অঞ্জন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আয়কর মেলার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি শেখ রবিউল হোসেন ও সহ-সভাপতি মোনায়েম খান চৌধুরী উপ-কর কমিশনারের কার্যালয় সাতক্ষীরা-১৩ কর অঞ্চল’র উপ কর কমিশার উজ্জল কুমার সরদার।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘দেশের উন্নয়নের স্বার্থে বিবেকবানদের সময় মত কর প্রদান করা নৈতিক দায়িত্ব। আয়কর থেকে দেশের উন্নয়ন করা হয়। দেশের সামগ্রীক উন্নয়ন ও জনগণের স্বার্থে সচেতনতার মাধ্যমে সকলকে কর প্রদানে উৎসাহীত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামী প্রজন্ম পাবে উন্নয়নশীল বাংলাদেশ। আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। সাতক্ষীরা পৌরসভা হবে সিটি কর্পোরেশন, সাতক্ষীরায় খুব শীঘ্রই ট্রেন লাইন হবে, বিশ্ববিদ্যালয় হবে, ইকোনোমিক জোন হবে এটা আমার তথা সাতক্ষীরাবাসীর স্বপ্ন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সেরা করদাতা ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলার তিন বারের সেরা করদাতা জেলা পরিষদের সদস্য মো. আল-ফেরদাউস আলফা, জেলার সেরা করদাতা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু ও সেরা করদাতা মো. আশিকুর রহমান আশিক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস।

(আরকে/এসপি/নভেম্বর ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test