E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুর ৭ উপজেলা প্রশাসনের নেতৃত্বে নারী

২০১৯ নভেম্বর ১৫ ১৮:০৪:৩৪
চাঁদপুর ৭ উপজেলা প্রশাসনের নেতৃত্বে নারী

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ৮ উপজেলার ৭ উপজেলার প্রশাসনের নেতৃত্বে নারী। দেশের নারীর ক্ষমতায়নে চাঁদপুর জেলা এক দৃষ্টান্ত। শুধু তাই নয় দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন চাঁদপুরের কৃতি সন্তান ডা. দীপু মনি যিনি বর্তমানে সফলতার সাথে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। 

বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এ অর্ধেক জনসংখ্যাকে পেছনে ফেলে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারীর ক্ষমতায়নের সাথে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা, অর্থনীতিতে অংশগ্রহণ ঘনিষ্টভাবে সম্পর্কিত।

তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান সরকার দেশের নারীদের সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেছেন। চাঁদপুরের যে ৭ উপজেলা প্রশাসনে নারীরা নেতৃত্বে রয়েছে তাদের মধ্যে রয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন কানিজ ফাতেমা, মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে ফাহমিদা সুলতানা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন শারমিন অক্তার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাজিয়া পারভিন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বৈশাখী বড়ুয়া, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শিরিন আক্তার এবং হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ফেরদৌসী আক্তার। চাঁদপুর জেলায় মোট ৮টি উপজেলা রয়েছে এর মধ্যে ৭টি উপজেলায়ই সফলতার সাথে উপজেলা প্রশাসনের দায়িত্ব পালনকরে আসছেন তারা।

(একে/এসপি/নভেম্বর ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test