E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে পেঁয়াজের কেজি ২৫০, সর্বত্র অসন্তোষ

২০১৯ নভেম্বর ১৫ ১৮:৩৫:০৬
ঈশ্বরদীতে পেঁয়াজের কেজি ২৫০, সর্বত্র অসন্তোষ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বৃহস্পতিবার ঈশ্বরদীর খুচরা বাজারে দেশী পোঁয়াজ ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। আবারও ২৪ ঘন্টার ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৫০টাকা। শুক্রবার সকালের দিকে ২৪০ টাকা কেজি বিক্রি হলেও দুপুরের দিকে ২৫০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে। পাইকারী আড়তগুলোতে দেশী পেঁয়াজ বৃহস্পতিবার ১৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। শুক্রবার সকালে দিকে ২৩০-২৩৫ টাকা আর দুপুরের দিকে ২৪০ পাইকারী আড়তদাররা বিক্রি করেছে। অর্থাৎ ২৪ ঘন্টার ব্যবধানে মণ প্রতি পেঁয়াজের দাম ২,০০০ টাকা বেড়ে গেছে।
ঈশ্বরদীর বাজারে বিদেশ হতে আমদানিকৃত পেঁয়াজ দেখা যাচ্ছে না। বাজারে ভারতীয় পেঁয়াজ নেই।

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বাড়ায় পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হযেছে। এদিকে নিত্য দিনের খাবারে ব্যবহৃত পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে প্রতি দিন বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বাজার করতে হিমশিম খাচ্ছে। সরকারের মনিটরিং কার্যক্রমের তীব্র সমালোচনাও করছে ভোক্তারা ।

(এসকেকে/এসপি/নভেম্বর ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test