E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের দুবলার চর থেকে অপহৃত ১০ শিশু  শ্রমিক উদ্ধার, অপহরণকারী আটক

২০১৯ নভেম্বর ১৬ ১৬:৫১:২৬
সুন্দরবনের দুবলার চর থেকে অপহৃত ১০ শিশু  শ্রমিক উদ্ধার, অপহরণকারী আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর থেকে অপহৃত ১০ জন শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। মোংলা কেস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা শুক্রবার মধ্য রাতে দুবলার চরের মাঝেরকেল্লা চর থেকে অপহৃতদের উদ্ধারের সময় এক অপহরনকরীকেও আটক করেছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত ১০ জন শিশু শ্রমিককে উদ্ধার ও এক অপহরনকরীকে আটক হয়। আটক অপহরনকারী হচ্ছেন চট্রগ্রাম জেলার বাশখালী উপজেলার মৃত ফরিদ মিয়ার ছেলে মো. নুরুল হক ওরফে লেদু মিয়া। সে এসব শিশুদের অপহরন করে দুবলার চরে এনে শিশু শ্রমে বাধ্য করাচ্ছিল।

সুন্দরবনের দুবলার চরের মাঝেরকেল্লা চর থেকে উদ্ধারকৃত শিশুরা শুটকি আহরনের কাজ করছিল।

এসময় কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে অপহৃত ১০ মিশুকে উশুার করে। উদ্ধারকৃত শিশুরা হলো, কিশোরগঞ্জ জেলার বায়জিদপুর থানার মৃত নুরউদ্দিন মিয়ার ছেলে রেণু মিয়া, মৃত আক্কাস আলীর ছেলে মো. মানিক হোসেন, হোসেনপুর থানার আব্দুল মোতালেবর ছেলে আক্তার, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মৃত আক্কাস আলীর ছেলে হৃদয়, ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মৃত কিতাব আলীর ছেলে টুটুল মিয়া, তারাকান্দ থানার মোখলেসুর রহমানের ছেলে রিমন, হবিগঞ্জ জেলার মংলাবাজার থানার জসিমের ছেলে মনির হোসেন, নোয়াখালী জেলার সেনবাগ থানার জালু মিয়ার ছেলে আলআমিন, চন্দ্রগঞ্জ থানার চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানার আব্দুল খালেকের ছেলে আমির হোসেন, আব্দুল মালেকের ছেলে আরিফ ও কুষ্টিয়া জেলার শেখপাড়া থানার কচির উদ্দিনের ছেলে পারভেজ।

অপহরণকারী মো. নুরুল হক ওরফে লেদু মিয়া এদেরকে বিভিন্ন জায়গা থেকে কাজ দেয়ার কথা বলে ট্রলার যোগে দুবলাচরের শুটকী পল্লী নিয়ে আসে বলে কোস্টগার্ড কর্মকর্তা জানান।

আটক অপহরণকারী ও অপহৃতদের বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও কোস্টগার্ড জানায়।

(এসএকে/এসপি/নভেম্বর ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test