E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমাপনী পরীক্ষায় নকল : কলাপাড়ায় শিক্ষকসহ ১৪ পরীক্ষার্থী বহিস্কার

২০১৯ নভেম্বর ১৭ ১৬:৫৩:৪৩
সমাপনী পরীক্ষায় নকল : কলাপাড়ায় শিক্ষকসহ ১৪ পরীক্ষার্থী বহিস্কার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় নকল করার অভিযোগে ১৪ পরীক্ষার্থী ও নকলে সহায়তার অভিযোগে এক শিক্ষককে বহিস্কার করা হয়েছে। 

রবিবার পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। বহিস্কার শিক্ষক মো. আব্দুল জব্বার নেছারুদ্দিন সিনিয়র মাদরাসার শিক্ষক। তিঁনি পরীক্ষার হলে দায়িত্ব পালন কালে কেন্দ্র পরিদর্শক হল পরিদর্শণে গিয়ে শিক্ষার্থীদের বই ও বইয়ের ছেঁড়া পৃষ্ঠা সহ আটক করেন।

কেন্দ্র সচিব পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস জানান, নকল করা ও নকলে সহায়তার অভিযোগে কেন্দ্র পরিদর্শকের নির্দেশে ১৪ পরীক্ষার্থী ও এক শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

(এম/এসপি/নভেম্বর ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test