E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

নড়াইলে ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু

২০১৯ নভেম্বর ১৮ ১৭:৪৯:২৯
নড়াইলে ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেখ খালিদ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খালিদ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ লুৎফর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক মাস আগে খালিদ ঢাকায় গিয়েছিলেন । ঢাকা থেকে আসার ১৫ দিন পরে সে জ্বরে আক্রান্ত হয়। গত শুক্রবার লোহাগড়া সদরের একটি ক্লিনিকে পরীক্ষা করে তার ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। বিকেলে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(আরএম/এসপি/নভেম্বর ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ জুলাই ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test