E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নওগাঁ সীমান্তে ২৬৪ বোতল ফেনসিডিল আটক

২০১৯ নভেম্বর ১৯ ১৮:১৪:৫১
নওগাঁ সীমান্তে ২৬৪ বোতল ফেনসিডিল আটক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ২৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে। 

এ ব্যাপারে ১৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মো.জাহিদ হাসান পিবিজিএম, জি-প্লাস বলেন, সোমবার দিনগত রাতে বিওপির সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬৪ বোতল ফেনসিডিল আটক করে।

আগ্রাদ্বিগুন বিওপির অন্তর্গত রামচন্দ্রপুর গ্রাম থেকে ১২৯ বোতল, ভুটিয়াপাড়া বিওপি এলাকার রামকৃঞ্চপুর গ্রাম থেকে ১০০ বোতল, পাগলদেওয়ান বিওপির অন্তর্গত রুপনারায়ণপুর গ্রাম থেকে ১৯ বোতল এবং রাধানগর বিওপির অন্তর্গত রাধানগর নামক স্থান থেকে ১৬ বোতল ফেনসিডিল আটক করা হয়।

আটককৃত ফেনসিডিলগুলোর মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার ৬শ’ টাকা। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়।

(বিএম/এসপি/নভেম্বর ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test