E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে লবণ নিয়ে লংকাকান্ড!

২০১৯ নভেম্বর ১৯ ১৮:২৮:৪৭
দিনাজপুরে লবণ নিয়ে লংকাকান্ড!

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে হঠাৎ বেড়ে গেছে লবনের দাম। গুজবে জেলাজুড়ে লবণ নিয়ে চলছে লংকাকান্ড। মূল্যবৃদ্ধি ও মজুত রেখে ক্রেতাকে না দেয়ায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বাক-বিতন্ডতা, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনাও ঘটেছে। ১৫ টাকার খোলা লবণ প্রতিকেজি ৫০ টাকা এবং প্যাকেটজাত ৩৫ টাকার লবন এক’শ থেকে দেড়’শ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে।

প্রয়োজনের চাইতে অনেক বেশি লবন মজুত করেছে কোন কোন পরিবার। ৫ থেকে ১০ কেজি পর্যন্ত ক্রয় করেছে লবন কেউ কেউ। বিভিন্ন দোকানে লবন ক্রয় করতে উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়েছে। ভীড়ের কারণে যানজট লেগে ছিলো শহরের বিভিন্ন রাস্তায়।

এ গুজব এড়াতে জেলা প্রশাসন মাইকে প্রচারের পাশাপাশি বাজার মনিটরিং সেল গঠন করেছে। অতিরিক্ত মূল্যে লবন বিক্রির অভিযোগে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ জনকে আটক করেছে স্থানীয় প্রশাসন বলে জানিয়েছেন, দিনাজপর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

(এস/এসপি/নভেম্বর ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test