E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ঈদের জন্য অতিরিক্ত ভাড়া আদায়

২০১৪ আগস্ট ০৪ ১৭:৪২:১৯
শেরপুরে ঈদের জন্য অতিরিক্ত ভাড়া আদায়

শেরপুর প্রতিনিধি : ঈদ ৬ দিন আগে শেষ হলেও শেরপুর থেকে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হচ্ছে না। নাড়ীর টানে গ্রামের বাড়ী আসা সাধারন যাত্রীরা কর্মস্থলে ফেরার পথে বিপাকে পড়েছেন। যাত্রীরা জানান, ঈদুল ফিতর পার হয়ে গেছে ৬ দিন।

তারপরও শেরপুর থেকে ঢাকায় যাত্রীবাহী কোচের ভাড়া আদায় করা হচ্ছে ৫০০ টাকা হারে। অথচ শেরপুর থেকে ঢাকার প্রকৃত ভাড়া ৩০০ টাকা। এভাবে প্রতিজন যাত্রীকে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। ৪ আগস্ট সোমবার শেরপুরের নবীনগর বাসস্ট্যান্ড, বাগরাকসা নতুন বাস টারমিনাল ও অষ্টমীতলা বাসস্ট্যান্ড ঘুরে একই চিত্র দেখা গেছে। সোনার বাংলা, ড্রীমল্যান্ড, ড্রীমল্যান্ড স্পেশাল, তুরাগ, গেইটলক সব সার্ভিসেই এখন একই অবস্থা। এসব অনিয়ম দেখে মনে হচ্ছে, যেন তা দেখার কেউ নেই। ফলে যাত্রীরা অতিরিক্ত ভাড়ার ফাঁদ থেকে বাঁচার জন্যে জীবনের ঝুঁিক নিয়ে বাসের ছাদে এবং ট্রাকে করে কর্মস্থলে ফিরতে বাধ্য হচ্ছেন। ট্রাকে প্রতিজন যাত্রীর ভাড়া নেওয়া হচ্ছে ২০০ টাকা। এদিকে, কোচের ভিতর দাঁড়িয়ে ২৫০ টাকা এবং ছাদে ২০০ টাকা ভাড়ায় গাদাগাদি করে যাত্রী নেওয়া হচ্ছে। একইভাবে ঝিনাইগাতী ও শ্রীবরদী থেকেও ঢাকা যেতে যাত্রীদের ৩০০ টাকা ভাড়ার স্থলে ৫০০ টাকা হারে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঝিনাইগাতীর ঢাকাগামী যাত্রী মজিবর রহমান জানান, ঈদে যা টাকা এনেছি বাড়ী এসে তা খরচ হয়ে গেছে। এখন ফেরার সময় অতিরিক্ত ভাড়ার টাকা দিব কোথা থেকে। পরিবহন শ্রমিক নেতা ফারুক আহম্মেদ জানান, সবাই ঈদে বোনাস পায়। আমাদের অতিরিক্ত ভাড়া আদায়টা মনে করেন বোনাস নেওয়া হচ্ছে।
(এইচবি/এএস/আগস্ট ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test