E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় বেশি দামে লবণ বিক্রি, ৯ ব্যবসায়ীকে জরিমানা

২০১৯ নভেম্বর ১৯ ২৩:০৬:৪৫
কাপাসিয়ায় বেশি দামে লবণ বিক্রি, ৯ ব্যবসায়ীকে জরিমানা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়ায় মঙ্গলবার বিকালে হঠাৎ লবণের দাম বৃদ্ধির গুজবে বেশি দামে লবণ বিক্রির করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৯ লবণ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা আজ মঙ্গলবার রাতে কাপাসিয়া বাজার, সন্ধ্যার পর রাণীগঞ্জ ও রাওনাট বাজারে অভিযান চালিয়ে নগদ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে কাপাসিয়ার বিভিন্ন বাজারে হঠাৎ করে লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। এতে অতিলোভী, মুনাফাখোর ব্যবসায়ীরা প্রতি কেজি লবণ ১০ থেকে ১৫ টাকা অতিরিক্ত মূল্যে বিক্রি করতে থাকে। লবনের দাম বৃদ্ধির গুজবের ফলে মানুষ প্রয়োজনের অতিরিক্ত লবন কিনতে শুরু করে। হঠাৎ লবনের দোকানে ভীড় জমে যায়। গুজবে লবনের দাম বৃদ্ধির কথা শুনে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমত আরা কাপাসিয়া সদর, রাওনাট ও রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে উদ্দেশ্যমূলকভাবে বেশি দামে ও একই ক্রেতার কাছে প্রয়োজনের অতিরিক্ত লবণ বিক্রি করার অপরাধে কাপাসিয়া বাজারের মেসার্স অসিত এন্ড ব্রাদার্স ও সজিব ভ্যারাইটিস স্টোরকে ২০ হাজার টাকা করে, সেলিম স্টোরকে ১৫ হাজার টাকা, নাজিমউদ্দিন স্টোরকে ১০ হাজার টাকা, বেলায়েত স্টোরকে ৫ হাজার টাকা, মুসলিম স্টোরকে ৩ হাজার টাকা এবং বিজয় স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন। সন্ধ্যার পরে দুর্গাপুর ইউনিয়নের রাণীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আল্লার দান স্টোরকে ৫ হাজার টাকা ও রাওনাট বাজারের নজরুল স্টোরকে ১০ হাজার টাকা সহ মোট ৯০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা জানান, লবণের দাম বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ গুজব। কোনো লবণ ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে লবন বিক্রি করতে পারবেন না। এটা অপরাধ। কাপাসিয়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম গুজবে কান না দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমান লবণ মজুত রয়েছে। দেশে লবনের কোন সংকট নেই।

(এসডি/এসপি/নভেম্বর ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test