E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাগুরায় লবণের বাজার নিয়ন্ত্রণে

২০১৯ নভেম্বর ২০ ১৮:৩৩:০৮
মাগুরায় লবণের বাজার নিয়ন্ত্রণে

মাগুরা প্রতিনিধি : লবণ নিয়ে অসাধু চক্রের গুজবে কান না দিতে মাগুরার জনগণের প্রতি উদাত্ত আহ্বান করেছেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম। প্রশাসনের আশু হস্থ ক্ষেপে মাগুরায় লবনের বাজার নিয়ন্ত্রণে।

মঙ্গলবার সন্ধ্যায় লবনের এ গুজব মাগুরা শহর সহ প্রত্যন্ত হাটবাজারে ছড়িয়ে পড়লে তিনি মাইকিং সহ বাজার মানিটরিং সেল গঠন করে বাজার মনিটরিং করার নির্দেশ দেন ৪ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের। ফলে নির্বাহী কর্মকর্তা গন তাৎক্ষনিক ভাবেই মঙ্গলবার রাত থেকেই মাইকিং করে জনগনকে সর্তক করে চলছেন লবনের গুজবে কান না দিতে।

তথ্যানুসন্ধ্যানে জানা গেছে, পেঁয়াজ নিয়ে লঙ্কা কান্ড শেষ হতে না হতেই সারা দেশে চাল নিয়ে শুরু চালবাজি। বাড়তে থাকে চালের দাম। শেষে সরকার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রনে নেওয়ার সাথে-সাথেই সারা দেশেই লবণ গুজব ছড়িয়ে পড়ে। মাগুরার হাটবাজারেও এর প্রভাব লক্ষ করা যায়। ফলে মঙ্গলবার সন্ধ্যা থেকে মাগুরা শহর সহ প্রতন্ত অঞ্চলের হাট বাজার গুলোতে লবন কেনার হিড়িক পড়ে যায়।

এ পরিস্থিতি মোকাবেলা করতেই মাগুরা জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম জেলার চার উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশদেন মাইকিং ও বাজার মনিটরিং সেল গঠনের। ফলে জেলা প্রশাসনসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই মঙ্গলবার সন্ধ্যা থেকেই মাইকিং শুরু হয়। বুধবার সকালেও মাইকিং করতে দেখা গেছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং সেল গঠন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট গন জেলার বিভিন্ন বাজার পরির্দশন করায় মাগুরায় লবনের বাজার নিয়ন্ত্রনে দেখা গেছে।

অন্যদিকে, জেলা প্রশাসনের পাশাপাশি মাগুরার পুলিশ প্রশাসনও জনগনকে এ গুজবে কান না দিতে জনসচেত করার পাশাপাশি বিভিন্ন বাজার মনিটরিং করে চলছে। সেই সাথে কোন দোকানী বা আড়ৎদার অনিয়ম ভাবে বিক্রয় করলে “৯৯৯” অথবা পুলিশ সুপারের নাম্বারে ফোন করে জানানোর জন্য জেলার জনগনের প্রতি আহ্বান করেন বলে জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ( পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ) মোঃ তারিকুল ইসলাম।

মাগুরা জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম জানান লবনের গুজব জানতে পারার সাথে- সাথেই আমি ৪ উপজেলার র্নিবাহী কর্মকর্তা দের প্রতি মাইকিং ও বাজার মনিটরিং করার নির্দেশ দিই। নির্বাহী কর্মকর্তা গন মঙ্গল রাত থেকেই মাইকিংয়ের পাশাপাশি বাজার মনিটরিং সেল গঠন করে বাজার পরির্দশন করতে শুরু করেছে।

পুলিশ প্রশাসনের সহায়তায় ম্যাজিষ্ট্রেট গন বাজার মনিটরিং করে মাগুরায় লবনের বাজার নিয়ন্ত্রনে রেখেছেন। শুধু তাই নয় প্রশাসনের পক্ষ থেকে জনসচেতন মূলক মাইকিং করা হচ্ছে। আশা করি আমাদের এ পদক্ষেপ অব্যাহত থাকলে মাগুরায় লবনসহ নিত্য পন্যের বাজার নিয়ন্ত্রনে থাকবে।

(ডিসি/এসপি/নভেম্বর ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test