E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আইন সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত

২০১৯ নভেম্বর ২২ ১৮:০৬:২৪
নওগাঁয় আইন সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : ‘‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবা দান’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বেলা ১১ টায় নওগাঁর রাণীনগরে আইন সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার ১ নং খট্টেশ্বর ইউনিয়নের রাণীনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

খান ফাউন্ডেশন অপরাজিতা প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা সম্প্রসারণ করার লক্ষ্যে আইন সহায়তা সম্পর্কিত উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক ও (সিনিয়র জেলা ও দায়রা জজ) আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ কে এম শহীদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মোঃ ইসরাফিল আলম।

খট্টেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হকসহ রানীনগর উপজেলার সকল চেয়ারম্যান ও নারী প্রতিনিধিসহ সহস্রাধিক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/নভেম্বর ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test