E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় লিগ্যাল এইডের কার্যক্রমকে গতিশীল করতে কর্মশালা 

২০১৯ নভেম্বর ২২ ১৮:০৯:৩৫
নওগাঁয় লিগ্যাল এইডের কার্যক্রমকে গতিশীল করতে কর্মশালা 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা লিগ্যাল এইডের কার্যক্রমকে গতিশীল করতে সরকারি আইন সহায়তা কার্যক্রমের কেস রেফারেল পদ্ধতির বাস্তবায়ন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক ও আইনজীবিদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত শহরের মল্লিকা ইন কনভেনশন সেন্টারে জেলা লিগ্যাল এইডের এই কর্মশালা চলে।

নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি নওগাঁর জেলা ও দায়রা জজ এ কে এম শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মোঃ আমিনুল ইসলাম।

এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ফজলে রাব্বি বকু, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামরুজ্জামান, জেলা আইনজীবি সমিতির সভাপতি সরদার সালাউদ্দিন মিন্টু, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ নবির উদ্দিন প্রমুখ।

এসময় নওগাঁ জেলা জজশীপের বিচারকমন্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক ও আইনজীবিগন উপস্থিত ছিলেন।

সভায় জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করতে এবং গরীব মানুষদের বিনা খরচে আইনী সহায়তা পাবার বিষয়টি তৃণমুল পর্যন্ত ছড়িয়ে দিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

(বিএম/এসপি/নভেম্বর ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test